Amar Vaier Rokte Rangano song and lyrics
(আমার ভাইয়ের রক্তে রাঙানো)
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
.
আমি কি ভুলিতে পারিছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারিআমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি।।জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরাশিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবীদিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারইএকুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষেরাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।সেই আঁধারের পশুদের মুখ চেনা,তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণাওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখেওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকেওরা এদেশের নয়,দেশের ভাগ্য ওরা করে বিক্রয়ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়িএকুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারিআজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারীআমার শহীদ ভায়ের আত্মা ডাকেজাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটেদারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।Download
 

 
 
 
 
0 Comments
If you any query, please let me know.
Emoji