Allah megh de pani de chaya de song and lyric
বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচরDownload
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর...
বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর...
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আসমান হইল টুটাটুটা জমিন হইল ফাটা,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা।
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী,
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী।
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলদি
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
খালের গরু বাইন্ধা, গিরোস মরে কাইন্দা,
খালের গরু বাইন্ধা, গিরোস মরে কাইন্দা,
খাওয়ার পানে ছটো-পডো নাড়ী আণ্টী কোরে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া,
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া
শুকনা ফুরের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

0 Comments
If you any query, please let me know.
Emoji