badsha tumi din o duniar song and lyric 
প্রার্থনা সংগীতঃ বাদশা তুমি দিন ও দুনিয়ার
কথাঃ কবি গোলাম মোস্তফা
[সকল কাব,স্কাউটদের এই প্রার্থনা সংগীতটি অবশ্যই মুখস্থ রাখতে হবে]
বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার,হে পরওয়ার দেগার
চাঁদ,সরুজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা,মহিমা তোমার,হে পরওয়ার দেগার।
তোমার নুরের রৌশনি পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙ্গীন হয়ে উঠে বিকশি,ফুল সে বাগিচার,হে পরওয়ার দেগার।
বিশ্ব ভুবনে যা কিছু আছে,তোমারি কাছে করুনা যাঁচে
তোমার মাঝে মরে ও বাঁচে জীবনও সবার,হে পরওয়ার দেগার।
বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার,হে পরওয়ার দেগার
Download here 
 
 
 
 
 
  
 
 
 
 
0 Comments
If you any query, please let me know.
Emoji