age ki sundor din kataitam song and lyric আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা লিরিক্স ও এমপি থ্রি



আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা লিরিক্স ও এমপি থ্রি  lyric and mp3

 গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান,
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হায়রে,
মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।

হিন্দুগো বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম,
বাউলা গান, ঘাটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।

বর্ষা যখন হইত, গাজির গান আইত
রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
আমরা কি এসবের নাম জানিতাম
হায়রে আমরা কি এসবের নাম জানিতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।

করি এ ভাবনা, সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম,
দিন হইতে দিন আসে রে কঠিন,
দিন হইতে দিন আসে রে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম, হায়রে
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।

Download

Post a Comment

0 Comments